৫৮৭৬/১১: মুসাদ্দাদ (রঃ) ……… হযরত বারা‘ ইব্ন আযিব (রাঃ) থেকে বর্ণিত ।
রাসূলুল্লাহ (সাঃ) যখন নিজ বিছানায় বিশ্রাম নিতে যেতেন, তখন তিনি ডান পাশের উপর ঘুমাতেন
এবং বলতেন : “ইয়া আল্লাহ! আমি আমার সত্তাকে আপনার কাছে সোপর্দ করলাম, এবং আমার চেহারা
আপনারই দিকে ফিরিয়ে দিলাম, আর আমার আমার সব বিষয় ন্যস্ত করলাম আপনার দিকে আপনার রহমতের
আশায় । আপনি ছাড়া কারো আশ্রয় নেই আর নেই কোন গন্তব্য । আপনার নাযিলকৃত কিতাবে ঈমান
আনলাম এবং আপনার প্রেরিত নবী (সাঃ) এর প্রতিও । রাসূলুল্লাহ (সাঃ) বলেন, যে ব্যক্তি
শোয়ার সময় এ দু‘আগুলো পড়বে, আর সে এ রাতেই মৃত্যুবরণ করলে সে স্বভাব ধর্ম ইসলামের উপরই
মরবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন