রবিবার, ৮ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৮৬৯ (দু‘আ অধ্যায়)

৫৮৬৯/০৪: আহমাদ ইব্ন ইউনুস (রঃ) ……… হযরত আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ) দু‘টি হাদীস বর্ণনা করেছেন । একটি নবী (সাঃ) থেকে আর অন্যটি তাঁর নিজ থেকে । তিনি বলেন, ইমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে এত বিরাট মনে করে, যেন সে একটা পাহাড়ের নীচে বসা আছে, আর সে আশংকা করছে যে, সম্ভবত পাহাড়টা তার উপর ধ্বসে পড়বে । আর পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহগুলোকে মাছির মত মনে করে, যা তার নাকে বসে চলে যায় । এ কথাটি আবূ শিহাব নিজ নাকে হাত দিয়ে দেখিযে বলেন । তারপর (নবী (সাঃ) তেকে বর্ণিত হাদীসটি বর্ণনা করে বলেন) নবী (সাঃ) বলেছেন : মনে কর কোন এক ব্যক্তি (সফরের অবস্থায় বিশ্রামের জন্য) কোন এক স্থানে অবতরন করলো, সেখানে প্রাণেরও ভয় ছিল । তার সাথে তার সফরের বাহন ছিল । যার উপর তার খাদ্য ও পানিয় ছিল, সে মাথা রেখে ঘুমিয়ে পড়লো এবং জেগে দেখলো তার বাহন চলে গেছে । তখন সে গরমে ও পিপাসায় কাতর হয়ে পড়লো । রাবী বলেন : আল্লাহ যা চাইলেন তা হলো । তখন সে বললো যে, আমি যে জায়গায় ছিলাম সেখানেই ফিরে যাই । এরপর সে নিজ স্থানে ফিরে এসে আবার ঘুমিয়ে পড়লো । তারপর জেগে দেখলো যে, তার বাহনটি তার পাশেই দাঁড়িয়ে আছে । তখন সে ব্যক্তি যে পরিমাণ খুশি হলো, নিশ্চয়ই আল্লাহ তা‘আলা তাঁর বান্দার তাওবা করার কারণে এর চাইতেও অনেক বেশী খুশি হন । আবূ আওয়ানা ও জারীর আমাশ (রঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন