রবিবার, ৮ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৮৭৮ (দু‘আ অধ্যায়)

৫৮৭৮/১৩: আব্দুল্লাহ ইব্ন মুহাম্মদ (রঃ) ……… হযরত ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, যখন নবী (সাঃ) তাহাজ্জুদের সালাতে দাঁড়াতেন, তখন বলতেন : “ইয়া আল্লাহ! সমস্ত প্রশংসা আপনারই জন্য, আপনি রক্ষক আসমান ও যমীনের এবং যা কিছু এগুলোর মধ্যে আছে, আপনিই তাদের নূর । আর যাবতীয় প্রশংসা শুধু আপনারই । আসমান, যমীন এবং এ দু‘এর মধ্যে যা আছে, এসব কিছুকে সুদৃঢ় ও কায়েম রাখার একমাত্র মালিক আপনিই । আর সমূহ প্রশংসা একমাত্র আপনারই । আপনিই সত্য, কিয়ামত সত্য, পয়গাম্বরগণ সত্য এবং মুহাম্মদ (সাঃ) সত্য । ইয়া আল্লাহ! আপনারই উপর ঈমান এনেছি । আপনারই দিকে ফিরে চলছি । শত্রুদের সাথে আপনারই খাতিরে শত্রুতা করি । আপনারই নিকট বিচার চাই । অতএব আমার আগের পরের এবং লুকায়িত প্রকাশ্য গুনাহসমূহ আপনি মাফ করে দিন । আপনিই কাউকে এগিয়ে দেন, আর কাউকে পিছিয়ে দেন আপনি ছাড়া আর কোন মাবূদ নেই ।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন