রবিবার, ৮ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৮৭১ (দু‘আ অধ্যায়)

৫৮৭১/০৬: আব্দুল্লাহ ইব্ন মুহাম্মদ (রঃ) ……… হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) রাতের শেষ দিকে এগার রাকাত সালাত আদায় করতেন । তারপর যখন সুবহে েসাদিক হতো, তখন তিনি হাল্কা দু‘রাকাত সালাত আদায় করতেন । এরপর তিনি নিজের ডান পাশে কাত হয়ে বিশ্রাম নিতেন । যতক্ষণ না মুয়াযযিন এসে তাঁকে সালাতের খবর দিতেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন