রবিবার, ৮ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৮৬৭ (দু‘আ অধ্যায়)

৫৮৬৭/০২: আবূ মা‘মার (রঃ) ……… হযরত শাদ্দাদ ইব্ন উস (রাঃ) থেকে বর্ণিত । নবী (সাঃ) বলেছেন : সাইয়্যেদুল ইস্তিগফার হলো বান্দার এ দু‘আ পড়া “হে আল্লাহ! তুমিই আমার প্রতিপালক । তুমি ছাড়া কোন ইলাহ নেই । তুমিই আমাকে সৃষ্টি করেছ । আমি তোমারই গোলাম । আমি যথাসাধ্য তোমার সঙ্গে কৃত প্রতিজ্ঞা ও অঙ্গিকারের উপর আছি । আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে পানাহ্ চাচ্ছি । তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি । আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি । তুমি আমাকে ক্ষমা করে দাও । কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না ।” যে ব্যক্তি দিনের (সকাল) বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে এ ইস্তিগফার পড়বে আর সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যাবে, সে জন্নাতী হবে । আর যে ব্যক্তি রাতের (প্রথম) বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে এ ইস্তিগফার পড়ে নিবে আর সে ভোর হওয়ার আগেই মারা যায় সে জান্নাতী হবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন