রবিবার, ৮ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৮৭৯ (দু‘আ অধ্যায়)

৫৮৭৯/১৪: সুলায়মান ইব্ন হারব (রঃ) ……… হযরত আলী (রাঃ) থেকে বর্ণিত । একবার গম পেষার চাক্কি ঘুরানোর কারণে হযরত ফাতিমা (রাঃ) এর হাতে ফোস্কা পড়ে গেল । তখন তিনি একটি খাদেম চেয়ে নেয়ার উদ্দেশ্যে নবী (সাঃ) এর কাছে এলেন । কিন্ত তিনি তাঁকে পেলেন না । তখন তিনি আসার উদ্দেশ্যটি হযরত আয়িশা (রাঃ) এর নিকট ব্যক্ত করে গেলেন । এরপর তিনি যখন ঘরে এলেন তখন হযরত আয়িশা (রাঃ) এ বিষয়টি তাঁকে জানালেন । তারপর নবী (সাঃ) আমাদের কাছে এমন সময় আসলেন যখন আমরা বিছানায় বিশ্রাম গ্রহণ করেছি । তখন আমি উঠতে চাইলে তিনি বললেন : নিজ জায়গায়ই থাকো । তারপর আমাদের মাঝখানেই তিনি এমনভাবে বসে গেলেন যে, আমি তাঁর দু‘পায়ের শীতল স্পর্শ আমার বুকে অনুভব করলাম । তিনি বললেন : আমি কি তোমাদের এমন একটি আমল বাতলে দেবনা ?যা তোমাদের জন্য একটি খাদেমের চাইতেও অনেক বেশী উত্তম । যখন তোমরা শয্যা গ্রহণ করতে যাবে, তখন তোমরা “আল্লাহু আকবার” ৩৩বার, “সুবহা-নাল্লাহ” ৩৩বার এবং “আলহামদুলিল্লাহ” ৩৩বার পড়বে । এটা তোমাদের জন্য একটি খাদেমের চাইতেও অনেক বেশী মঙ্গলজনক । ইব্ন সীরীন (রঃ) বলেণ : তাসবীহ্ হলো ৩৪বার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন