৫৮৭৭/১২: আলী ইব্ন আব্দুল্লাহ (রঃ) ……… হযরত ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত
। তিনি বলেন, একবার আমি মায়মূনা (রাঃ) এর ঘরে রাত কাটালাম । তখন নবী (সাঃ) উঠে তাঁর
প্রয়োজনাদি সেরে মুখ-হাত ধুয়ে শূয়ে পড়লেন । কিছুক্ষণ পরে আবার জেগে উঠে পানি মশকের
নিকট গিয়ে এর মুখ খুললেন । এরপর মাঝারি রকমের এমন অযূ করলেন যে, তাতে বেশী পানি লাগালেন
না । অথচ পুরা অযূই করলেন । তারপর তিনি সালাত আদায় করতে লাগলেন । তখন আমিও জেগে উঠলাম
। তবে আমি কিছু দেরী করে উঠলাম । এজন্য যে, আমি এটা পছন্দ করলাম না যে, তিনি আমার অনুসরণকে
দেখে ফেলেন । যা হোক আমি অযূ করলাম । তখনও তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন । সুতরাং
আমি গিয়ে তাঁর বাম দিকে দাঁড়িয়ে গেলাম । তখন তিনি আমার কান ধরে তাঁর ডান দিকে আমাকে
ঘুরিয়ে নিলেন । এরপর তাঁর তেরো রাকা‘আত সালাত পূর্ণ হলো । তারপর তিনি আবার কাত হয়ে
ঘুমিয়ে পড়লেন । এমনকি নাক ডাকতেও লাগলেন । তাঁর অভ্যাস ছিল যে, তিনি ঘুমালে নাক ডাকাতেন
। এরপর বিলাল (রাঃ) এসে তাঁকে জাগালেন । তখন তিনি নতুন অযূ না করেই সালাত আদায় করলেন
। তাঁর দু‘আর মধ্যে এ দু‘আও ছিল : “ইয়া আল্লাহ! আপনি আমার অন্তরে, আমার চোখে, আমার
কানে, আমার ডানে-বামে, আমার উপর-নিচে, আমার সামনে-পেছনে, আমার জন্য নূর দান করূন ।”
কুরায়ব (রঃ) বলেন, এ সাতটি আমার তাবূতের মত । এরপর আমি আব্বাস (রাঃ) এর পুত্রদের একজনের
সঙ্গে সাক্ষাত করলাম, তিনি আমাকে এ সাতটি অঙ্গের কথা বর্ণনা করলেন এবং রগ, গোশত, রক্ত,
চুল ও চামড়ার উল্লেখ করলেন এবং আরো দুটি কথা উল্লেখ করেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন