শুক্রবার, ৩ আগস্ট, ২০১২

হাদিস নং: ৫৫৬৭ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৬৭/২৩: হিব্বান (রঃ) ……… হযরত উম্মে খালিদ বিন্ত খালিদ ইব্ন সাঈদ (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আমার পিতার সঙ্গে রাসূলুল্লাহ (সাঃ) এর কাছে আসলাম । আমার গায়ে তখন হলুদ রং এর জামা ছিল । রাসূলুল্লাহ (সাঃ) বললেন, সানাহ্ সানাহ্ । আব্দুল্লাহ্ (রঃ) বলেন, হাবশী ভাষায় এর অর্থ সুন্দর, সুন্দর । উম্মে খালিদ বলেনঃ আমি তখন মোহরে নবূওয়াত নিয়ে খেলতে লাগলাম । আমার পিতা আমাকে ধমক দিলেন । রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ ওকে (নিজ অবস্থায়) ছেড়ে দাও । এরপর রাসূলুল্লাহ (সাঃ) বললেনঃ তোমার বস্ত্র পুরোনো কর ও জীর্ণ কর, আবার পুরোনো কর ও জীর্ণ কর, আবার পুরোনোকর ও জীর্ণ কর । তিনবার বললেন । আব্দুল্লাহ্ (রঃ) বলেনঃ তিনি দীর্ঘ আয়ু প্রাপ্ত হিসেবে (লোকের মধ্যে) আলোচিত হয়েছিলেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন