শুক্রবার, ৩ আগস্ট, ২০১২

হাদিস নং: ৫৫৭৩ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৭৩/২৯: ইব্ন আবূ মারইয়াম (রঃ) ……… হযরত উমর ইব্ন খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ একবার নবী (সাঃ) এর নিকট কিছু সংখ্যক বন্দী আসে । বন্দীদের মধ্যে একজন মহিলা ছিল । তার স্তন দুধে পূর্ণ ছিল । সে বন্দীদের মধ্যে কোন শিশু পেলে তাকে ধরে কোলে নিত এবং দুধ পান করাত । নবী (সাঃ) আমাদের বললেনঃ তোমরা কি মনে করো এ মহিলা তার সন্তানকে আগুনে ফেলে দিতে পারে ? আমরা বললামঃ না । ফেলার ক্ষমতা রাখলেও সে কখনো ফেলবে না । তারপর নবী (সাঃ) বললেনঃ এ মহিলাটি তার সন্তানের উপর যতটুকু দয়ালু, আল্লাহ্ তাঁর বান্দার উপর তদাপেক্ষা অধিক দয়ালু ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন