৫৫৭৫/৩১: মুহাম্মদ ইব্ন কাসীর (রঃ) ……… হযরত আব্দুল্লাহ্ ইব্ন মাসউদ (রাঃ)
থেকে বর্ণিত । তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলামঃ হে আল্লাহ্র রাসূল! কোন গুনাহ্ সবচেয়ে
বড় ? নবী (সাঃ) বললেনঃ কাউকে আল্লাহ্র সমকক্ষ স্থির করা, অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন
। আমি বললামঃ তারপরে কোনটি ? নবী (সাঃ) বললেনঃ তোমার সাথে খাবে, এ ভয়ে তোমার সন্তানকে
হত্যা করা । তারপরে কোনটি ? নবী (সাঃ) বললেনঃ তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে যিনা করা
। তখন নবী (সাঃ) এর কথার সত্যতা ঘোষলা করে নাযিল হলোঃ “আর যারা আল্লাহ্র সাথে অন্য
কোন ইলাহকে ডাকেনা ।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন