৫৫৬১/১৭: বিশর ইব্ন মুহাম্মদ (রঃ) ……… হযরত হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত ।
নবী (সাঃ) বলেছেনঃ আল্লাহ্ সকল সৃষ্টিকে তৈরি করলেন । যখন তিনি সৃষ্টি কাজ শেষ করেন,
তখন আত্নীয়তার সম্পর্ক বলে উঠলোঃ সম্পর্ক ছিন্ন করা থেকে আপনার আশ্রয় গ্রহণকারীদের
এই (উপযুক্ত) স্থান । তিঁনি (আল্লাহ্) বললেনঃ হ্যাঁ তুমি কি এতে সন্তুষ্ট নও যে, তোমার
সাথে যে সুসম্পর্ক রাখবে , আমিও তার সাথে সুসম্পর্ক রাখবো । আর যে তোমার থেকে সম্পর্ক
ছিন্ন করবে, আমিও তার থেকে সম্পর্ক ছিন্ন করবো । সে (রক্ত সম্পর্ক) বললোঃ হ্যাঁ আমি
সন্তুষ্ট হে আমার রব! আল্লাহ্ বললেনঃ তা হলে এ মর্যদা তোমাকে দেওয়া হলো । রাসূলুল্লাহ
(সাঃ) বলেছেনঃ তোমরা ইচ্ছা করলে (এ আয়াতটি) পড়ঃ শীঘ্রই যদি তোমরা কর্তৃত্ব লাভ (নেতৃত্ব
লাভ) কর, তা হলে কি তোমরা পৃথিবীতে ফিত্না ফ্যাসাদ সৃষ্টি করবে এবং সম্পর্ক ছিন্ন করে
ফেলবে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন