৫৫৬৫/২১: মুহাম্মদ ইব্ন কাসীর (রঃ) ……… হযরত আব্দুল্লাহ ইব্ন আমর (রাঃ)
থেকে বর্ণিত । রাবী সুফিয়ান বলেন, আমাশ এ হাদীস মারফূ‘রূপে বর্ণনা করেন নি । অবশ্য
হাসান ইব্ন আমর ও ফিতর (রঃ) একে নবী (সাঃ) থেকে মারফূ হিসেবে বর্ণনা করেছেন । নবী
(সাঃ) বলেছেনঃ প্রতিদানকারী আত্নীয়তার হক আদায়কারী নয় । বরং আত্নীয়তার হক আদায়কারী
সে ব্যক্তি, যে আত্নীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার পরও তা বজায় রাখে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন