৫৫৭৬/৩২: মুহাম্মদ ইব্ন মুসান্না
(রঃ) ……… হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী (সাঃ) একটি শিশুকে নিজের কোলে নিলেন
। তারপর তাকে ‘তাহনীক’ করালেন । শিশুটি তাঁর কোলে পেশাব করে দিল । তখন তিনি পানি আনতে
বললেন এবং তা (পেশাবের স্থানে) ঢেলে দিলেন ।
- নবজাতকের মুখে খুরমা চিবানো রস দেয়াকে ‘তাহনীক’ বলে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন