শুক্রবার, ৩ আগস্ট, ২০১২

হাদিস নং: ৫৫৭০ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৭০/২৬: আবুল ওয়ালীদ (রঃ) ……… হযরত আবূ কাতাদা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ একবার নবী (সাঃ) আমাদের সামনে এলেন । তখন উমামা বিন্ত আবুল আস তাঁর কাঁধের উপর ছিলেন । এমতাবস্থায় নবী (সাঃ) সালাতে দাঁড়ালেন । যখন তিনি রূকূতে যেতেন, তাকে নামিয়ে রাখতেন, আবার যখন উঠে দাঁড়াতেন তখন তাকেও উঠিয়ে নিতেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন