শুক্রবার, ৩ আগস্ট, ২০১২

হাদিস নং: ৫৫৬৬ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৬৬/২২: আবুল ইয়ামান (রঃ) ……… হযরত হাকীম ইব্ন হিযাম (রাঃ) থেকে বর্ণিত । তিনি একবার আরয করলেনঃ ইয়া রাসূলাল্লাহ (সাঃ)! আমি জাহিলী অবস্থায় অনেক সাওয়াবের কাজ করেছি । যেমন, আত্নীয়তার হক আদায়, গোলাম আযাদ এবং দান-খায়রাত, এসব কাজে কি আমি কোন সাওয়াব পাব? তখন রাসূলুল্লাহ (সাঃ) বললেনঃ পূর্বের এসব নেকীর কাজের জন্যইতো তুমি ইসলাম গ্রহণ করতে পেরেছ । ইমাম বুখারী (রঃ) অন্যত্র আবুল ইয়ামান সূত্রে “আতাহান্নাছুর” স্থলে “আাতাহান্নাতু” বর্ণনা করেছেন । (উভয় শব্দের অর্থ একই)! মা‘মার, সালিহ্ ও ইব্ন মুসাফিরও “আতাহান্নাছু” বর্ণনা করেছেন । ইব্ন ইসহাক (রঃ) বলেন, “তাহান্নুছু” অর্থ নেক কাজ করা । ইব্ন শিহাব তাঁর পিতা সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন