৫৫৬৮/২৪: মূসা ইব্ন ইসমাঈল (রঃ) ……… হযরত ইব্ন ইব্ন আবূ নু‘য়াইম (রাঃ) থেকে
বর্ণিত । তিনি বলেন, আমি ইব্ন উমর (রাঃ) এর কাছে উপস্থিত ছিলাম । তখন তাঁর কাছে এক
লোক মশার রক্ত সম্পর্কে জিজ্ঞাসা করলো । তিনি বললেনঃ কোন দেশের লোক তুমি ? সে বললোঃ
আমি ইরাকের অধিবাসী । হযরত ইব্ন উমর (রাঃ) বললেনঃতোমরা এর দিকে লক্ষ্য কর, সে আমাকে
মশার রক্ত সম্পর্কে জিজ্ঞাসা করছে, অথচ তারা নবী (সাঃ) এর নাতি (হুসাইন) কে হত্যা করেছে
। আমি রাসূলুল্লাহ্ (সাঃ) কে বলতে শুনেছিঃ ওরা দু‘জন(হাসান ও হুসাইন) পৃথিবীতে দু‘টি
সুগন্ধি ফুল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন