৫৫৭৮/৩৪: উবায়দ ইব্ন ইসমাঈল (রঃ) ……… হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি
বলেন, আমি অন্য কোন নারীর উপর ততটা ঈর্ষান্বিত ছিলাম না, যতটা ঈর্ষান্বিত ছিলাম খাদীজা
(রাঃ) এর উপর । অথচ আমার বিবাহের তিন বছর পূর্বেই তিনি ইন্তেকাল করেন । কারণ, আমি শুনতে
পেতাম, নবী (সাঃ) তাঁর নাম উল্লেখ করতেন । আর জান্নাতের মধ্যে মনি-মুক্তার একটি ঘরের
সুসংবাদ খাদীজা (রাঃ) কে শোনাবার জন্যে তাঁর রব তাঁকে আদেশ দেন । রাসূলুল্লাহ্ (সাঃ)
কখনও বকরী যাবেহ্ করলে তার একটি অংশ খাদীজা (রাঃ) এর বান্ধবীদের কাছে অবশ্যই পাঠিয়ে
দিতেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন