শুক্রবার, ৩ আগস্ট, ২০১২

হাদিস নং: ৫৫৭৭ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৭৭/৩৩: আব্দুল্লাহ্ ইব্ন মুহাম্মদ (রঃ) ……… হযরত উসামা ইব্ন যায়েদ (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাঃ) আমাকে হাতে ধরে তাঁর এক রানের উপর বসাতেন এবং হাসানকে বসাতেন অন্য রানে । তারপর উভয়কে একত্রে মিলিয়ে দিতেন । পরে বলতেনঃ হে আল্লাহ্! আপনি এদের উভয়কে রহম করূন, কেননা আমিও এদের ভালবাসি । অপর এক সূত্রে তামীমী (রঃ) বলেন, এ হাদীসটির ব্যাপারে আমার অন্তরে সন্দেহের উদ্রেক হলো । মনে মনে ভাবলাম, আবূ উসমান (রাঃ) থেকে আমি এতো এতো হাদীস বর্ণনা করেছি, এ হাদিসটি মনে হয় তার থেকে শুনিনি । পরে অনুসন্ধান করে দেখলাম যে, আবূ উসমান (রাঃ) এর কাছ থেকে শ্রুত যেসব হাদিস আমার কাছে লিখিত ছিল, তার মধ্যে এটি পেয়ে গেলাম ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন