শুক্রবার, ৩ আগস্ট, ২০১২

হাদিস নং: ৫৫৬৪ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৬৪/২০: আমর ইব্ন অব্বাস (রঃ) ……… হযরত আমর ইব্ন আস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) কে উচ্চস্বরে বলতে শুনেছি, আস্তে নয় । তিনি বলেছেনঃ অমুকের বংশ আমার বন্ধু নয় । আমর (রাঃ) বলেনঃ মুহাম্মদ ইব্ন জা‘ফরের কিতাবে বংশের পরে জায়গা খালি রয়েছে । (কোন বংশের নাম উল্লেখ নাই) । আমার বন্ধু, বরং আমার বন্ধু আল্লাহ ও নেককার মু‘মিনগণ । আনবাসা ভিন্ন সূত্রে হযরত আমর ইব্ন আস (রাঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (সাঃ) থেকে আমি শুনেছিঃ বরং তাদের সাথে (আমার) আত্নীয়তার হক রয়েছে, আমি সুসম্পর্কের রস দিয়ে তা সঞ্জীবিত রাখি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন