শুক্রবার, ৩ আগস্ট, ২০১২

হাদিস নং: ৫৫৭৪ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৭৪/৩০: হাকাম ইব্ন নাফি (রঃ) ……… হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (সাঃ) কে বলতে শুনেছিঃ আল্লাহ্ রহমতকে একশ ভাগে ভাগ করেছেন । তার মধ্যে নিরানব্বই ভাগ তিনি নিজের কাছে রেখে দিয়েছেন । আর পৃথিবীতে একভাগ নাযিল করেছেন । ঐ একভাগের কারণেই সৃষ্ট জগত একে অন্যের উপর দয়া করে । এমনকি ঘোড়া তার বাচ্চার উপর থেকে পা তুলে নেয় এ ভয়ে যে, সে ব্যথা পাবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন