৬৫৩৪/২৪: আবদান
(রহঃ) . . . . . হযরত ইব্ন উমর (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সাঃ)
-কে বলতে শুনেছি, আমি একদা ঘুমিয়ে ছিলাম । আমার কাছে একটি দুধের পেয়ালা হাযির করা হল,
আমি তা থেকে তৃপ্তি সহকারে পান করলাম । তুপ্তির চিহ্ন আমার নখ দিয়ে প্রকাশ পেতে লাগল
। তারপর অবশিষ্টাংশ হযরত উমর (রাঃ) কে দিলাম । সাহাবাগগ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ্
এর রাসূল (সাঃ)! আপনি এর কি ব্যাখ্যা প্রদান করেছেন? তিনি বললেনঃ ইল্ম ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন