৬৫৪৯/৩৯: ইসহাক
ইব্ন ইবরাহীম (রহঃ) . . . . . হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্
(সাঃ) বলেছেনঃ আমি একদা নিদ্রায় ছিলাম । দেখলাম, আমি একটি হাউযের কাছ থেকে লোকদেরকে
পানি পান করাচ্ছি । তখন আমার কাছে আবূ বকর (রাঃ) আসল । আমাকে বিশ্রাম দেওয়ার নিমিত্তে
আমার হাত থেকে সে বালতিটি নিয়ে গেল এবং দু বালতি পানি উঠাল । আর তার উভোলনে কিছুটা
দূর্বলতা ছিল । আল্লাহ্ তাকে ক্ষমা করূন । এরপর ইবনুল খাত্তাব (রাঃ) এসে তার কাছ থেকে
তা নিয়ে নিল এবং পানি উত্তোলন করতে থাকল । অবশেষে লোকেরা (পরিতৃপ্ত হয়ে) ফিরে গেল,
অথচ হাউযের পানি প্রবাহিত হচ্ছিল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন