৬৫৪৮/৩৮: সাঈদ
ইব্ন উফায়র (রহঃ) . . . . . হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্
(সাঃ) বলেছেনঃ একদা আমি নিন্দ্রিায় ছিলাম । দেখলাম, আমি একটি কূপের পাশে রয়েছি । আর
এর নিকট একটি বালতি রয়েছে । আমি কূপ থেকে পানি উত্তোলন করলাম যতখানি আল্লাহ্ এর ইচ্ছা
ছিল । এরপর বালতিটি ইব্ন আবূ কুহাফা গ্রহন করেন । তিনি কুপ থেকে এক বা দু-বালতি পানি
উত্তোলন করেন । তার উত্তোলনে কিছুটা দুর্বলতা ছিল । আল্লাহ্ তাকে ক্ষমা করূন । তারপর
বালতিটি বেশ বড় হয়ে গেল । তখন তা উমর ইবনুল খাত্তাব (রাঃ) গ্রহণ করল । আমি কোন শক্তিশালী
ব্যাক্তিকে উমরের ন্যায় পানি উত্তোলন করতে দেখিনি । অবশেষে লোকেরা তাদের পরিতৃপ্ত
উটগুলো নিয়ে বাসস্থানে পৌছে গেল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন