৬৫৩২/২২: আবূল
ইয়ামান (রহঃ) . . . . . যুহরী (রহঃ) থেকে এ হাদীসে বলা হয়েছে রাসূলুল্লাহ্ (সাঃ) বললেনঃ
আমি জানি না, তার সাথে কি ব্যবহার করা হবে? হযরত উম্মুল আলা (রাঃ) বললেনঃ আমি এতে চিন্তাগ্রস্ত
হয়ে ঘুমিয়ে পড়লাম । তখন আমি স্বপ্নে হযরত উসমান ইব্ন মাযউন (রাঃ)-এর জন্য প্রবাহমান
ঝর্নাধারা দেখতে পেলাম । আমি রাসূলুল্লাহ্ (সাঃ) -কে এ সম্পর্কে অবহিত করলাম । তিনি
বললেনঃ এটা তার আমল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন