৬৫৪৭/৩৭: আহমাদ
ইব্ন ইউনূস (রহঃ) . . . . . সালিমের পিতা হযরত আবদুল্লাহ ইরন উমর (রাঃ) থেকে বর্ণিত
। তিনি আবূ বকর ও উমর (রাঃ) সম্পর্কে নাবী (সাঃ) এর স্বপ্ন বর্ণনা করতে গিয়ে বলেন,
নাবী (সাঃ) বলেছেনঃ আমি লোকদেরকে সমবেত হতে দেখলাম । তখন হযরত আবূ বকর (রাঃ) দাঁড়িয়ে
এক বা দুবালতি পানি উত্তোলন করল । আর তার উত্তোলনে কিছু দুর্বলতা ছিল । আল্লাহ্ তাকে
ক্ষমা করূন । এরপর হযরত ইবনুল খাত্তাব (রাঃ) দাঁড়াল । আর তার হাতে বালতিটি বেশ বড় হয়ে
গেল । আমি লোকদের মধ্যে হযরত উমর (রাঃ) এর ন্যায় এতটা ঝানূ কর্মঠ কাউকে দেখিনি । ফলে
লোকেরা তাদের পরিতৃপ্ত উটগুলি নিয়ে বাসস্থানে পৌছে গেল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন