৬৫৩৮/২৮: আবদুল্লাহ্
ইব্ন মুহাম্মাদ-আল জু‘ফী (রহঃ) . . . . . কায়স ইব্ন উবায়দ (রহঃ) থেকে বর্ণিত । তিনি
বলেন, আমি এক মজলিসে ছিলাম । যেখানে হযরত সা’দ ইব্ন মালিক (রাঃ) এবং হযরত ইব্ন উমর
(রাঃ)-ও ছিলেন । এ সময় হযরত আবদুল্লাহ্ ইব্ন সালাম (রাঃ) ঐ পথ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন
। লোকেরা বলল, ঐ লোকটি জান্নাতবাসীদের একজন । আমি তাঁকে বললাম, লোকেরা এরূপ এরূপ বলছে
। তিনি বললেনঃ সূবহানাল্লাহ্! তাদের জন্য শোভা পায় না যে, তারা এমন বিষরে মতামত ব্যক্ত
করবে, যে বিষয় সম্পর্কে তাদের কোন জ্ঞান নেই । আমি স্বপ্নে দেখেছিলাম, যেন একটা স্তম্ভ
একটি সবুজ বাগিচায় রাখা হয়েছে এবং সেটা যেথায় স্হাপন করা হয়েছে তার শিরো ভাগে একটি
রশি ছিল । আর নিচের দিকে ছিল একজন খাদেম । ‘মিনসাফ’ অর্থ খাদেম । বলা হল এ স্তম্ভ বেয়ে
উপরে আরোহণ কর । আমি উপরের দিকে আরোহণ করতে করতে রশিটি ধরে ফেললাম । এরপর এ স্বপ্ন
রাসূলুল্লাহ্ (সাঃ) এর কাছে বর্ণনা করেছিলাম । তখন রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছিলেনঃ আবদুল্লাহ্
মযবুত রশি ধারণকারী অবস্হায় মারা যাবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন