৬৫৪১/৩১: সাঈদ
ইব্ন উফায়র (রহঃ) . . . . . হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্
(সাঃ) -কে বলতে শুনেছি যে, আমাকে সংক্ষিপ্ত অথচ বিশদ অর্থবহ বানী সহকারে প্রেরণ করা
হয়েছে এবং ভীতি উদ্রেককারী প্রভাব দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে । একদা আমি ঘুমিয়ে
ছিলাম । আমার কাছে ভূ-পৃষ্ঠের ভাণ্ডার সমুহের চাবি পেশ করে আমার সামনে রাখা হল । (আবূ
আবদুল্লাহ) মুহাম্মাদ বুখারী (রহঃ) বলেনঃ আমার কাছে এ কথা পৌছেছে যে, ‘সংক্ষিপ্ত অথচ
বিশদ অর্থবহ বানী’ -এর অর্থ হল, আল্লাহ্ এর অনেক বিষয় যা পূর্ববতী কিতাব সমুহে লেখা
হত --- একটি অথবা দুটি বিষয়ে সন্নিবেশিত করে দেন । অথবা এর অর্থ অনুরূপ কিছু ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন