রবিবার, ২৭ জুলাই, ২০১৪

হাদিস নং: ৬৫৪২ (স্বপ্নের ব্যাখ্যা প্রদান অধ্যায়)

৬৫৪২/৩২: আবদুল্লাহ্ ইব্ন মুহাম্মাদ ও খলীফা (রহঃ) . . . . . হযরত আবদুল্লাহ্ ইব্ন সালাম (রাঃ)এথকে বর্ণিত । তিনি বলেন, আমি স্বপ্নে দেখলাম যেন আমি একটি বাগিচায় আছি । বাগিচার মাঝখানে একটি স্তম্ভ । স্তম্ভের শিরোভাগে একটি হাতল । তখন আমাকে বলা হল, উপরের দিকে উঠ । আমি বললাম, পারছি না । তখন আমার কাছে একজন খাদেম আসল এবং আমার কাপড় গুটিয়ে/ভিজিয়ে দিল । আমি উপরের দিকে উঠতে উঠতে হাতলটি ধরে ফেললাম । হাতলটি ধরে থাকা অবস্থায় আমি জেগে গেলাম । অতঃপর এ স্বপ্ন নাবী (সাঃ) -এর কাছে বর্ণনা করলাম । তিনি বললেনঃ ঐ বাগিচা ইসলামের বাগিচা, ঐ স্তম্ভ ইসলামের স্তম্ভ, আর ঐ হাতল হল মযবুত হাতল । তুমি মৃত্যু পর্যন্ত ইসলামকে শক্ত করে ধরে থাকবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন