৬৫৩৬/২৬: আলী ইব্ন
আবদুল্লাহ্ (রহঃ) . . . . . হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ রাসূলুল্লাহ্
(সাঃ) বলেছেনঃ আমি একদা ঘুমিয়ে ছিলাম । একদল লোককে স্বপ্নে দেখলাম, তাদেরকে আমার কাছে
আনা হচ্ছে । আর তারা ছিল জামা পরিহিত । কারো কারো জামা স্তন পর্যন্ত, আর কারো কারো
তার নিচ পর্যন্ত । হযরত উমর ইব্ন খাত্তাব (রাঃ) আমার নিকট দিয়ে অতিক্রম করল । তার গায়ে
যে জামা ছিল তা মাটিতে হেঁচড়ে চলছিল । সাহাবাগণ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ্ এর রাসূল
(সাঃ)! আপনি কি ব্যাখ্যা দিয়েছেন ? তিনি বললেনঃ দ্বীন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন