৬৫৪৩/৩৩: মুআলা
ইব্ন আসাদ (রহঃ) . . . . . হযরত ইব্ন উমর (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি স্বপ্নে
দেখতে পাই, আমার হাতে যেন রেশমী এক টুকরা কাপড় । জান্নাতের যে স্থানেই তা আমি নিক্ষেপ
করি তা আমাকে সে স্থানে উড়িয়ে নিয়ে যায় । এ স্বপ্ন আমি হযরত হাফসা (রাঃ) এর নিকট বর্ণনা
করলাম । আর হযরত হাফসা (রাঃ) তা নাবী (সাঃ) -এর নিকট বর্ণনা করলেন । তখন তিনি বললেনঃ
তোমার ভাই একজন সৎকর্মপরায়ণ ব্যাক্তি । অথবা বললেনঃ আবদুল্লাহ
তো একজন সৎকর্মপরায়ন ব্যাক্তি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন