৬৫৪০/৩০: মুহাম্মাদ
(রহঃ) . . . . . হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেনঃ
তোমাকে (আয়িশাকে) শাদী করার পুর্বেই দুবার আমাকে দেখানো হয়েছে । আমি দেখেছি, একজন
ফেরেশতা তোমাকে রেশমী এক টুকরা কাপড়ে জড়িয়ে বহন করে নিয়ে আসছে । আমি বললাম, আপনি নিকাব
উন্মোচন করূন । যখন সে নিকাব উন্মোচন করল তখন আমি দেখতে পেলাম যে, উক্ত মহিলা তুমিই
। আমি তখন বললাম, এটা যদি আল্লাহ্ এর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে তিনি তা বাস্তবায়িত
করবেন । এরপর আবার আমাকে দেখানো হল যে, ফেরেশতা তোমাকে রেশমী এক টুকরা কাপড়ে জড়িয়ে
বহন করে নিয়ে আসছে । আমি বললাম- আপনি (তার নিকাব) উন্মোচন করূন । সে তা উন্মোচন করলে
আমি দেখতে পাই যে, উক্ত মহিলা তুমিই । তখন আমি বললামঃ এটা যদি আল্লাহ্ এর পক্ষ থেকে
হযে থাকে তাহলে তিনি তা বাস্তবায়িত করবেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন