৬৫৫০/৪০: সাঈদ
ইব্ন উফায়র (রহঃ) . . . . . হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একদা
আমরা রাসূলুল্লাহ্ (সাঃ) -এর কাছে বসা ছিলাম । তখন তিনি বললেনঃ আমি এক সময় ঘুমিয়ে ছিলাম
। আমি আমাকে জান্নাতে দেখতে পেলাম । একজন মহিলা একটি প্রাসাদের পাশে ওযু করছে । আমি
জিজ্ঞাসা করলাম, এই প্রাসাদটি কার? তারা বলল উমরের । তখন তার আত্নমর্যাদাবোধের কথা
স্বরণ করলাম । তাই আমি ফিরে এলাম । হযরত আবূ হুরায়রা (রাঃ) বলেনঃ এ কথা শুনে হযরত উমর
ইবনুল খাত্তাব (রাঃ) কেঁদে ফেললেন এবং বললেনঃ আমার পিতা-মাতা আপনার ওপর কুরবান হোক!
হে আল্লাহ্ এর রাসূল (সাঃ) (আপনার উপরেও কি) আমি আত্নমর্যাদাবোধ প্রদর্শন করব ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন