রবিবার, ২৭ জুলাই, ২০১৪

হাদিস নং: ৬৫৪৪ (স্বপ্নের ব্যাখ্যা প্রদান অধ্যায়)

৬৫৪৪/৩৪: আবদুল্লাহ্ ইব্ন সাব্বাহ (রহঃ) . . . . . হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেনঃ যখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে তখন মু‘মিনের স্বপ্ন খুব কমই অবাস্তবায়িত থাকবে । আর মু‘মিনের স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ । আর নবুয়তের কোন কিছুই অবাস্তব হতে পারে না । রাবী মুহাম্মাদ (রহঃ) বলেন, আমি এরূপ বলছি । তিনি বলেন, এ কথা বলা হয়ে থাকে যে, স্বপ্ন তিন প্রকার, মনের কল্পনা, শয়তানের পক্ষ হতে ভীতি প্রদর্শন এবং আল্লাহ্ এর তরফ হতে সুসংবাদ । তাই যদি কেউ অপছন্দনীয় কিছু দেখে তবে সে যেন তা কারো কাছে বর্ণনা না করে । বরং উঠে যেন (নফল) সালাত (নামায/নামাজ) আদায় করে নেয় । রাবী বলেন, স্বপ্নে শৃংখল দেখা অপছন্দনীয় মনে করা হত এবং পায়ে বেড়ি দেখাকে তারা পছন্দ করতেন । বলা হত, পায়ে বেড়ি দেখার ব্যাখ্যা হলো দ্বীনের ওপর অবিচল থাকা । কাতাদা, ইউনূস, হিশাম ও আবূ হিলাল (রহঃ) . . . . . হযরত আবূ হুরায়রা (রাঃ) সুত্রে নাবী (সাঃ) থেকে উক্ত হাদীসকে বর্ণনা করেছেন । আর কেউ কেউ এসবকে হাদীসের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন । (পক্ষান্তরে) আউদের বর্ণনাকৃত হাদীস সুষ্পষ্ট । ইউনুস (রহঃ) বলেছেনঃ আমি বন্ধনের ব্যাখ্যাকে নাবী (সাঃ) -এর পক্ষ থেকেই মনে করি । আবূ আবদুল্লাহ [ইমাম বুখারী (রহঃ)] বলেনঃ শৃংখল গলদেশেই বাঁধা হয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন