বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪

হাদিস নং: ৬৫৬০ (স্বপ্নের ব্যাখ্যা প্রদান অধ্যায়)

৬৫৬০/৫০: ইসহাক ইব্ন ইবরাহীম হানযালী (রহঃ) . . . . . হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেনঃ আমরা সর্বশেষ এবং সর্ব প্রথম । রাসূলুল্লাহ্ (সাঃ) আরও বলেছেনঃ একদা আমি ঘুমিয়ে ছিলাম । দেখলাম আমাকে ভূ-পৃষ্ঠের ভাণ্ডার সমূহ দেওয়া হয়েছে । আর আমার হাতে স্বর্ণের দুটি চুড়ি রাখা হয়, যা আমার কাছে কষ্টকর মনে হল । আর আমাকে চিন্তায় ফেলে দিল । তখন আমাকে নির্দেশ করা হল যেন আমি চুড়ি দু‘টিতে ফুঁ দেই । তাই আমি উভয়টিভে ফুঁ দিলাম (চুড়ি দুটি উড়ে গেল) । আমি চুড়ি দুটির ব্যাখ্যা এভাবে দিলাম যে, (নবুয়তের) দু‘জন মিথ্যা দাবিদার রয়েছে, যাদের মাঝখানে আমি আছি । সানআর বাসিন্দা ও ইয়ামামার বাসিন্দা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন