৬৫৬২/৫২: মুহাম্মাদ
ইব্ন আবূ বকর মুকাদ্দামী (রহঃ) . . . . . হযরত আবদুল্লাহ ইব্ন উমর (রাঃ) থেকে বর্ণিত
। তিনি মদিনা সম্পর্কে নাবী (সাঃ) -এর স্বপ্নের বর্ণনা প্রসঙ্গে বলেন । তিনি বলেছেনঃ
আমি দেখেছি এলোমেলো চুল বিশিষ্ট একজন কালো মহিলা মদিনা থেকে বের হয়েছে । অবশেষে মাহইয়াআ
নামক স্হানে অবস্হান নিয়েছে । আমি এর ব্যাখ্যা এরূপ প্রদান করলাম যে, মদিনার মহামারী
মাহইয়াআ তথা জুহফা নামক ন্হানে স্থানান্তরিত হল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন