বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪

হাদিস নং: ৬৫৫৮ (স্বপ্নের ব্যাখ্যা প্রদান অধ্যায়)

৬৫৫৮/৪৮: সাঈদ ইব্ন মুহাম্মাদ (রহঃ) . . . . . উবায়দুল্লাহ্ ইব্ন আবদুল্লাহ্ (রহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) যে সকল স্বপ্নের উল্লেখ করেছেন আমি হযরত আবদুল্লাহ্ ইব্ন আব্বাস (রাঃ)-কে সে সম্পর্কে জিজ্ঞাসা করলাম । তখন হযরত আবদুল্লাহ্ ইব্ন আব্বাস (রাঃ) বললেন, আমার কাছে উল্লেখ করা হয়েছে যে, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেনঃ আমি একদা ঘুমিয়ে ছিলাম, আমাকে দেখানো হলো যে আমার হাত দুটিতে স্বর্ণের দুটি চুড়ি রাখা হয়েছে । আমি সে দুটি কেটে ফেললাম এবং অপছন্দ করলাম । অতঃপর আমাকে অনুমতি প্রদান করা হল, আমি উভয়টিকে ফুঁ দিলাম, ফলে উভয়টি উড়ে গেল । আমি চুড়ি দুটির এ ব্যাখ্যা প্রদান করলাম যে, দু-জন মিথ্যা নবুয়তের দাবিদার বের হরে । উবায়দুল্লাহ (রহঃ) বলেনঃ এদের একজন হল, আল আনসী যাকে ইয়ামানে হযরত ফায়রুয (রাঃ) কতল করেছেন । আর অপরজন হল মূসায়লিমা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন