বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪

হাদিস নং: ৬৫৬৯ (স্বপ্নের ব্যাখ্যা প্রদান অধ্যায়)

৬৫৬৯/৫৯: ইবরাহিম ইব্ন হামযা (রহঃ) . . . . . হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিত । তিনি রাসূলুল্লাহ্ (সাঃ) -কে বলতে শুনেছেন, যখন কেউ এমন কোন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে, তবে মনে করবে যে তা আল্লাহর পক্ষ থেকে হয়েছে । তখন সে যেন এজন্য আল্লাহ্ এর শোকর আদায় করে এবং তা বর্ননা করে । আর যখন এর বিপরীত কোন স্বপ্ন দেখে, যা সে পছন্দ করে না, মনে করবে তা শয়তানের পক্ষ থেকে হয়েছে । তখন সে যেন এর অনিষ্ট থেকে আল্লাহ্ এর আশ্রয় চায় এবং তা কারো কাছে বর্ননা না করে । তাহলে এ স্বপ্ন তার কোন ক্ষতি করবে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন