বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪

হাদিস নং: ৬৫৬৫ (স্বপ্নের ব্যাখ্যা প্রদান অধ্যায়)

৬৫৬৫/৫৫: আলী ইব্ন আবদুল্লাহ্ (রহঃ) . . . . . হযরত ইব্ন আব্বাস (রাঃ) সূত্রে নাবী (সাঃ) থেকে বর্ণিত । তিনি বলেছেনঃ যে ব্যাক্তি এমন স্বপ্ন দেখার ভান করল যা সে দেখেনি । তাকে দুটি যবের দানায় গিট লাগানোর জন্য বাধ্য করা হবে । অথচ সে তা কখনও পারবে না । যে কেউ কোন এক দলের কথার দিকে কান লাগাল । অথচ তারা এটা পছন্দ করে না অথবা বলেছেন - অথচ তারা তার থেকে পলায়নপর । কিয়ামতের দিন তার উভয় কানে সীসা ঢেলে দেওয়া হবে । আর যে কেউ কোন প্রাণীর ছবি আঁকে তাকে শাস্তি দেওয়া হবে এবং তাতে প্রাণ ফুঁকে দেওয়ার জন্য বাধ্য করা হবে । কিন্তু সে প্রাণ ফুঁকতে পারবে না । সুফয়ান বলেছেন, আইউব এই হাদীসটি আমাদেরকে মওসুল/মরসাল রূপে বর্ণনা করেছেন ।
কুতায়বা (রহঃ) বলেন, আবূ আওয়ানা (রহঃ) . . . . . হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে তাঁর উক্তি বর্ণনা করেন, যে ব্যাক্তি নিজের স্বপ্ন মিথ্যা বর্ণনা করে . . . . .।
শু’বা (রহঃ) হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে তাঁর উক্তি বর্ণনা করেন, যে কেউ ছবি আঁকে . . . . যে কেউ মিথ্যা স্বপ্ন বর্ননা করে . . . . যে কেউ কান লাগায় . . . . ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন