৬৫৭০/৬০: ইয়াহইয়া
ইব্ন বুকায়র (রহঃ) . . . . . হযরত ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, জনৈক
ব্যাক্তি রাসূলুল্লাহ্ (সাঃ) -এর কাছে এসে বলল, আমি গত রাতে স্বপ্নে একখন্ড মেঘ দেখতে
পেলাম যা থেকে ঘি ও মধু ঝরছে । আমি লোকদেরকে দেখলাম তারা তা থেকে তুলে নিচ্ছে । কেউ
বেশি পরিমাণ আবার কেউ কম পরিমান । আর দেখলাম, একটা রশি যমীন থেকে আসমান পর্যন্ত মিলে
রয়েছে । আমি দেখলাম আপনি তা ধরে উপরে চড়ছেন । তারপর অপর এক ব্যাক্তি তা ধরঁল ও এর সাহায্যে
উপরে উঠে গেল । এরপর আরেক জন তা ধরে এর দ্বারা উপরে উঠে গেল । এরপর আরেক জন তা ধরল
। কিন্তু তা ছিঁড়ে গেল । পুনরায় তা জোড়া লেগে গেল । তখন হযরত আবূ বকর (রাঃ) বললেনঃ
হে আল্লাহা এর রাসূল (সাঃ)! আপনার প্রতি আমার পিতা কুরবান হোক! আল্লাহর কসম! আপনি অবশ্যই
আমাকে এ স্বপ্নের ব্যাখ্যা প্রদান করার সুযোগ দিবেন । নাবী (সাঃ) বললেনঃ তুমি এর ব্যাখ্যা
প্রদান কর । হযরত আবূ বকর (রাঃ) বললেনঃ মেঘের ব্যাখ্যা হল ইসলাম । আর তার থেকে যে ঘি
ও মধু ঝরছে তা হল কুরআন যার সূমিষ্টতা ঝরছে । কুরআন থেকে কেউ বেশি আহরণ করছে আর কেউ
কম । আসমান থেকে যমীন পর্যন্ত ঝূলন্ত রশিটি হচ্ছে ঐ হক (মহাসত্য) যার উপর আপনি প্রতিষ্টিত
রয়েছেন । আপনি তা ধরবেন, আর আল্লাহ্ আপনাকে উচ্চে আরোহন করাঁবেন । আপনার পরে আরেক জন
তা ধরবে । ফলে এর দ্বারা সে উচ্চে আরোহণ করবে । অতঃপর আরেকজন তা ধরে এর মাধ্যমে সে
উচ্চে আরোহণ করবে । এরপর আরেকজন তা ধরবে, কিন্তু তা ছিঁড়ে যাবে । পূনরায় তা জোড়া লেগে
যাবে, ফলে সে এর দ্বারা উচ্চে আরোহণ করবে । হে আল্লাহ্ এর রাসূল (সাঃ)! আমার পিতা আপনার
উপর কুরবান হোক । আমাকে বলুন, আমি ঠিক বলেছি, না ভুল? নাবী (সাঃ) বললেনঃ কিছু তো ঠিক
বলেছ । আর কিছু ভূল বলেছ । তিনি বললেনঃ হে আল্লাহ্ এর রাসূল (সাঃ)! আল্লাহর কসম! আপনি
অবশ্যই আমাকে বলে দিবেন যা আমি ভুল করেছি । নাবী (সাঃ) বললেনঃ কসম দিও না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন