৬৫৫৩/৪৩: আবূল
ইয়ামান (রহঃ) . . . . . হযরত আবদুল্লাহ্ ইব্ন উমর (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্
(সাঃ) বলেছেনঃ আমি একদা নিদ্রায় ছিলাম । তখন আমি আমাকে কা‘বা গৃহ তাওয়াফ রত অবস্হায়
দেখতে পেলাম । এমন সময় সোজা চুল বিশিষ্ট একজন পুরুষকে দু-জন পুরুষের মাঝখানে দেখলাম,
যার মাথা থেকে পানি ঝরে পড়ছিল । আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? তারা বলল, ইব্ন মারিয়াম
। এরপর আমি ফিরে আসতে লাগলাম । এ সময় একজন লাল বর্ণের মোটাসোটা, কৌকড়ান চুল বিশিষ্ট,
ডান চোখ কানা ব্যাক্তিকে দেখলাম । তার চোখটি যেন ভাসমান আঙ্গুর । আমি জিজ্ঞাসা করলাম,
এ ব্যাক্তি কে? তারা বলল, এ হচ্ছে দাজ্জাল । তার সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ ব্যাক্তি
হল ইব্ন কাতান । আর ইব্ন কাতান হল বনূ মুসতালিক গোত্রের থুযাআ বংশের একজন লোক ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন