৬৫৫১/৪১: আমর ইব্ন
আলী (রহঃ) . . . . . হযরত জাবির ইব্ন আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্
(সাঃ) বলেছেনঃ আমি জান্নাতে প্রবেশ করলাম । আমি আমাকে একটা স্বর্ণের প্রাসাদের নিকট
দেখতে পেলাম । তখন আমি জিজ্ঞাসা করলাম, এটা কার? তারা বলল, কুরাইশের জনৈক ব্যাক্তির
। হে ইবনুল খাত্তাব! এ প্রাসাদে ঢুকতে আমাকে কিছুই বাধা দিচ্ছিল না । কেবল তোমার আত্মমর্যাদাবোধ,
যা আমার জানা ছিল । হযরত উমর (রাঃ) বললেন, হে আল্লাহ্ এর রাসূল (সাঃ)! আপনার উপরেও
কি আমি আত্নমর্যাদাবোধ প্রদর্শন করব ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন