বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪

হাদিস নং: ৬৫৬৪ (স্বপ্নের ব্যাখ্যা প্রদান অধ্যায়)

৬৫৬৪/৫৪: মুহাম্মাদ ইব্ন আলা (রহঃ) . . . . . হযরত আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত । তিনি নাবী (সাঃ) এর স্বপ্ন বর্ণনা প্রসঙ্গে বলেন, তিনি বলেছেনঃ আমি স্বপ্নে দেখলাম একটা তরবারী নাড়াচাড়া করছি । আর এর মধ্যভাগ ভেঙ্গে গেল । এর ব্যাখ্যা হল বিপদ, যা উহুদের যুদ্ধে মু‘মিনদের ভাগ্যে ঘটেছে । পুনরায় আমি তরবারীটি নাড়লাম । এতে তরবারীটি পূর্ববর্তী অবস্হা থেকে সুন্দর অবস্থায় ফিরে এল । এর ব্যাখ্যা হল আল্লাহ্ এর দেওয়া বিজয় ও মু‘মিনদের ঐক্য ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন