বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪

হাদিস নং: ৬৫৫৪ (স্বপ্নের ব্যাখ্যা প্রদান অধ্যায়)

৬৫৫৪/৪৪: ইয়াহইয়া ইব্ন বুকায়র (রহঃ) . . . . . হযরত আবদুল্লাহ্ ইব্ন উমর (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সাঃ) -কে বলতে শুনেছি যে, আমি একদা ঘুমিয়ে ছিলাম । আমি দেখলাম, দুধের একটা পেয়ালা আমাকে দেওয়া হল । তা থেকে আমি (এত বেশি) পান করলাম যে, আমাতে তৃপ্তির চিহ্ন প্রবাহিত হচ্ছিল । অতঃপর (অবশিষ্টাংশ)উমর কে দিলাম । সাহাবাগণ বললেনঃ এ স্বপ্নের ব্যাখ্যা কি প্রদান করলেন হে আল্লাহর রাসুল (সাঃ)? তিনি বললেনঃ ইল্‌ম ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন