বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪

হাদিস নং: ৬৫৫৯ (স্বপ্নের ব্যাখ্যা প্রদান অধ্যায়)

৬৫৫৯/৪৯: মুহাম্মাদ ইব্ন আলা (রহঃ) . . . . . হযরত আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নাবী (সাঃ) বলেছেনঃ আমি স্বপ্নে দেখি যে আমি মক্কা থেকে এমন এক স্থানের দিকে হিজরত করছি যেখানে খেজুর বৃক্ষ রয়েছে । তখন আমার ধারণা হল, সেই স্হানটি ‘ইয়ামামা’ অথবা ‘হাজার’ হবে । অখচ সে স্থানটি হল মদিনা তথা ইয়াসরিব । আর আমি (স্বপ্নে) সেখানে একটি গরু দেখলাম । আল্লাহর কসম! এটা কল্যাণকরই । গরুর ব্যাখ্যা হল উহুদের যূদ্ধে (শাহাদাত প্রাপ্ত) মু‘মিনগণ । আর কল্যাণের ব্যাখ্যা হল এটাই, যে কল্যাণ আল্লাহ্ আমাদের দিয়েছেন এবং সত্যের বিনিময় যা আল্লাহ্ বদর যূদ্ধের পর আমাদেরকে প্রদান করেছেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন