৬৫৫৬/৪৬: আবদুল্লাহ্
ইব্ন মুহাম্মাদ (রহঃ) . . . . . হযরত ইব্ন উমর (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ আমি
নাবী (সাঃ) এর যুগে অবিবাহিত যুবক ছিলাম । আমি মসজিদেই রাত্রি যাপন করতাম । আর যারাই
স্বপ্নে কিছু দেখত তারা তা নাবী (সাঃ) -এর কাছে বর্ণনা করত । আমি বললাম, হে আল্লাহ!
যদি তোমার নিকট আমার জন্য কোন কল্যাণ নিহিত থাকে, তাহলে আমাকে কোন স্বপ্ন দেখাও,
যাতে রাসূলুল্লাহ্ (সাঃ) আমার এ স্বপ্নের ব্যাখ্যা প্রদান করেন । আমি নিদ্রা গেলাম,
তখন দেখতে পেলাম যে দুজন ফেরেশতা আমার কাছে এসে আমাকে নিয়ে চলল, এরপর তাদের সাথে অপর
একজন ফেরেশতার সাক্ষাৎ ঘটল । সে আমাকে বলল, তোমার কোন ভয়ের কারণ
নেই । তুমি তো একজন সৎকর্মপরায়ণ লোক । এরপর তারা আমাকে জাহান্নামের
দিকে নিয়ে চলল, এটা যেন কুপের ন্যায় গোলাকার নির্মিত । আর এর মধ্যে বেশ কিছু লোক রয়েছে
। এদের কতককে আমি চিনতে পারলাম । এরপর তারা আমাকে ডানদিকে নিয়ে চলল । যখন সকাল হল,
আমি হযরত হাফসা (রাঃ)-এর নিকট সব ঘটনা উল্লেখ করলাম । পরে হযরত হাফসা (রাঃ) বললেনঃ
যে, তিনি তা নাবী (সাঃ) -এর কাছে বর্ণনা করেছেন । আর তিনি বলেছেনঃ আবদুল্লাহ্ সৎকর্মপরায়ণ লোক । (তিনি আরও বলেছেনঃ)যদি সে রাতে বেশি করে সালাত
(নামায/নামাজ) আদায় করত । যুহরী (রহঃ) বলেন, এরপর থেকে হযরত আবদুল্লাহ্ ইব্ন উমর (রাঃ)
রাতে বেশি করে সালাত (নামায/নামাজ) আদায় করতে লাগলেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন