মঙ্গলবার, ১০ জুন, ২০১৪

হাদিস নং: ৬৯১১ (জাহমিয়াদের মতের খন্ডন ও তাওহীদ প্রসঙ্গ অধ্যায়)

৬৯১১/৪৪: মূসা ইব্ন ইসমাঈল (রহঃ) . . . . . হযরত মুগীরা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেছেনঃ হযরত সা-দ ইব্ন উবাদা (রাঃ) বললেনঃ আমি আমার স্ত্রীর সাথে অন্য কোন পুরুষকে যদি দেখি, তাকে সোজা তরবারি দ্বারা হত্যা করব। এই উক্তি রাসুলুল্লাহ (সাঃ) এর কাছে পৌছলে তিনি বললেনঃ তোমরা কি সা’দর আত্নমর্যাদাবোধ দেখে আাশ্চার্যান্বিত হচ্ছ? আল্লাহর কসম! আমি তার চেয়েও বেশি আত্মমর্যাদাবোধ সম্পন্ন । আর আল্লাহ্ আমার চেয়েও বেশি আত্মমর্যাদাবোধ সম্পন্ন । আল্লাহ আত্নমর্যাদাবোধ সস্পন্ন হওয়ার কারণে প্রকাশ্য ও অপ্রকাশ্য (সর্বপ্রকার) অম্লীলতাকে হারাম করে দিয়েছেন । অক্ষমতা প্রকাশকে আল্লাহর চাইতে বেশি পছন্দ করেন এমন কেউই নেই । আর এই জন্য তিনি ভীতি প্রদর্শনকারী ও সুসংবাদ দাতাদের কে পাঠিয়েছেন । আত্নস্তুতি আল্লাহর চেয়ে বেশি কারো কাছে প্রিয় নয় । তাই তিনি জান্নাতের প্রতিশ্রুতি প্রদান করেছেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন