৬৯২০/৫৩: মূসা
(রহঃ) . . . . . হযরত যায়িদ ইব্ন সাবিত (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ হযরত আবূ বকর
(রাঃ) আমার কাছে লোক প্রেরণ করলেন । তাই আমি কুরআনের বিভিন্ন অংশ অনুসন্ধানে নেমে পড়লাম
। পরিশেষে সূরা তাওবার শেষাংশ একমাত্র হযরত আবূ খুযায়মা আনসারী (রাঃ) ব্যতীত আর কারো
কাছে পেলাম না । (আর তা হচ্ছে) ‘লাকাদ যা আকুম রাসুলুম মিনকুম’ থেকে সুরা বারাআতের
শেষ পর্যন্ত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন