৬৯০৯/৪২: মূসা’দ্দাদ
(রহঃ) . . . . . হযরত আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত যে, এক ব্যাক্তি নাবী (সাঃ) -এর
কাছে এসে বলল, হে মুহাম্মাদ (সাঃ)! আল্লাহ কিয়ামতের দিনে আসমান গুলোকে এক আঙ্গুলের
ওপর, যমীন গুলোকে এক আঙ্গুলের ওপর, পর্বতমালাকে এক আঙ্গুলের ওপর, বৃক্ষরাজিকে এক আঙ্গুলের
ওপর এবং অবশিই সৃষ্টিকে এক আঙ্গুলের ওপর তুলে বলবেন, বাদশাহ একমাত্র আমিই । এতে রাসুলুল্লাহ
(সাঃ) হেসে দিলেন । এমনকি তাঁর মাতির দাত মুবারক পর্যন্ত বের হয়ে উঠল । তারপর তিনি
তিলাওয়াত করলেনঃ তারা আল্লাহ তাআলার যথোচিত মর্যাদা উপলব্দি করেনি । ইয়াহইয়া ইব্ন
সাঈদ বলেনঃ এই বর্ণনায় একটু সংযোজন করেছেন, ফুদায়ল ইব্ন আয়ায আবিদা (রহঃ) সূত্রে আবদুল্লাহ
থেকে যে, এ কথা শুনে রাসুলুল্লাহ (সাঃ) আশ্চার্যান্বিত হয়ে তার সমর্থনে হেসে দিলেন
।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন