৬৯১৮/৫১: ইবরাহীম
ইব্ন মুনযির (রহঃ) . . . . . হযরত আবূ হুরায়রা (রাঃ) নাবী (সাঃ) থেকে বর্ণিত । তিনি
বলেছেনঃ যে ব্যাক্তি আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ঈমান আনে, সালাত (নামায/নামাজ) কায়েম
করে, রমযান মাসের রোযা পালন করে, আল্লাহ তার ব্যাপারে এ দায়িত্ব নিয়েছেন যে, তিনি তাকে
জান্নাতে প্রবেশ করাবেন । সে আল্লাহর রাস্তায় হিজরত করুক কিংবা তার জন্মভূমিতে অবস্হান
করুক । সাহাবীগণ বলে উঠলেন ইয়া রাসুলুল্লাহ (সাঃ)! এই বিষয়টি আমরা লোকদের জানিয়ে দেব
না? রাসুলুল্লাহ (সাঃ) বললেনঃ অবশ্যই, জান্নাতে একশ-টি স্তর রয়েছে । এগুলো আল্লাহ তাঁর
রাস্তায় জিহাদকারীদের জন্য প্রস্তুত করে রেখেছেন । প্রতি দুটি স্তরের মাঝখানে আসমান
ও যমীনের দূরত্ববিদ্যমান রয়েছে । কাজেই যখন তোমরা আল্লাহর কাছে চাইবে, তখন ফিরদাওস
জান্নাত চাইবে । কেননা সেটি হচ্ছে সর্বোত্তম ও সর্বোচ্চ জান্নাত । আর দয়ালু (আল্লাহর)
আরশটি এরই উপর অবস্থিত । এই ফিরদাওস থেকেই জান্নাতের ঝর্নাগুলো প্রবাহিত হয়ে থাকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন