মঙ্গলবার, ১০ জুন, ২০১৪

হাদিস নং: ৬৯০৪ (জাহমিয়াদের মতের খন্ডন ও তাওহীদ প্রসঙ্গ অধ্যায়)

৬৯০৪/৩৭: হাফস ইব্ন উমার (রহঃ) . . . . . হযরত আনাস ইব্ন মালিক (রাঃ) সুত্রে নাবী (সাঃ) থেকে বর্ণিত । তিনি বলেছেনঃ আল্লাহ এমন কোন নাবী প্রেরণ করেননি যিনি তার কাওম কে কানা মিথ্যুকটি সম্পর্কে সাবধান করেননি) এই মিথ্যুকটি তো কানা (দাজ্জাল) । আর তোমাদের প্রতিপালক তো অন্ধ নন । তার (দাজ্জালের) দূচোখের মাঝখানে কাফের (লেখা থাকবে ) ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন